বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে একটি ক্রাইম ল্যাবরেটরিতে বোমা হামলা হয়েছে। এতে সেখানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন দ্য ইন্ডিপেন্ডেন্ট। এতে বলা হয়েছে, এক বা একাধিক হামলাকারী দেশটির নেদের-ওভার-হেমবিকে অবস্থিত ন্যাশনাল ইন্সটিটিউট অব ক্রিমিনালিস্টিকস অ্যান্ড ক্রিমিনোলজিতে গাড়ি নিয়ে সোজা প্রবেশ করে। এরপর তারা একটি বোমার বিস্ফোরণ ঘটায়। রোববার স্থানীয় সময় রাত আড়াইটায় এ ঘটনা ঘটে। হামলার পর ব্রাসেলসের উত্তরে ফাঁকা ওই ভবনটিতে আগুন ধরে যায়। তবে এতে কেউ হতাহত হয় নি। তবে হামলাকারীদের কি হয়েছে তা জানা যায় নি। অগ্নিনির্বাপন বিভাগের মুখপাত্র পিয়েরে মেজ বলেছেন, এটা ছিল শক্তিশালী একটি বিস্ফোরণ। এটা কোন দুর্ঘটনা নয়। উল্লেখ্য, এ প্রতিষ্ঠানেই অনেক গুরুতর অপরাধ বিষয়ক মামলার ফরেনসিক পরীক্ষা করা হয়। এ ছাড়া এ প্রতিষ্ঠানটি বেলজিয়ামের কেন্দ্রীয় আইন মন্ত্রণালয়ের সঙ্গেও যুক্ত। মার্চে ব্রাসেলস বিমানবন্দরে ও শহরের মেট্রোতে সন্ত্রাসী হামলা চালিয়ে তার দায় স্বীকার করে আইএস। ওই হামলায় কমপক্ষে ৩২ জন নিহত হন। এ হামলা চালায় তিনজন আত্মঘাতী। ওই ঘটনার পর থেকেই বেলজিয়ামে রয়েছে জঙ্গি বিষয়ক উচ্চ সতর্কতা।