ইয়েমেনের অ্যাডেনে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৪৫ জন। আজ সোমবার এ হামলা চালায় এক আত্মঘাতী। মেডিসিনস সান্স ফ্রনিটয়েরস’কে উদ্ধৃত করে এ কথা বলেছে বার্তা সংস্থা রয়টার্স। স্থানীয় কর্মকর্তারা বলেছেন, আহত ৬০ জনকে নিয়ে যাওয়া হয়েছে পার্শ্ববর্তী একটি হাসপাতালে। এ হাসপাতালটি পরিচালনা করে একটি দাতব্য সংস্থা। ফলে সেখানে তাদের সুচিকিৎসা পাওয়া দুরূহ ব্যাপার। এ হামলার দায় স্বকিার করে নি কেউ। তবে এর আগে ওই এলাকায় আইএস যেসব হামলা চালিয়েছে এটা সেরকমই। একটি নিরাপত্তা সূত্র বলেছেন, একটি স্কুল ভবনে এ হামলা চালানো হয়। সেখানে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি ইয়েমেনের প্রেসিডেন্ট আবদ রাব্বু মানসুর হাদির পপুলার কমিটির অতিরিক্ত সদস্য সকালের নাস্তা করতে সমবেত হয়েছিলেন। এমন সময় সেখানে ওই বিস্ফোরণ ঘটে। এতে কেঁপে ওঠে পুরো এলাকা। বিস্ফোরণের প্রকোপে বিভিন্ন জিনিস আকাশে উঠে গিয়ে ভাসতে থাকে। তা দেখে অনেক অধিবাসী বাড়িঘর ছেড়ে পালাতে শুরু করেন। দেশটির প্রেসিডেন্ট হাদি ও বিদ্রোহী হুতিদের মধ্যে প্রায় দেড় বছর ধরে যুদ্ধ চলছে। এ যুদ্ধে সরকারের সিনিয়র অনেক কর্মকর্তা, ধর্মীয় নেতা, নিরাপত্তা বাহিনী ও সৌদি আরব নেতৃত্বাধীন জোটের ওপর হামলা হয়েছে।