তিন দিন বিরতির পর জামায়াত নেতা মীর কাসেম আলীর মৃত্যুদণ্ডের চূড়ান্ত রায় পুনর্বিবেচনার (রিভিউ) আবেদনের শুনানি শেষ হয়েছে আজ। রোববার সকাল সাড়ে ৯ টায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগে প্রধান বিচারপতি এসকে সিনহা নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ বিচারপতির বেঞ্চে এ রিভিউ শুনানি শুরু হয়। আগের দিনের ধারাবাহিকতায় মীর কাসেমের প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন এদিন তার বক্তব্যের বাকি অংশ উপস্থাপন করেন। পরে সরকার পক্ষ পাল্টা বক্তব্য উপস্থাপন করে। যুক্তি-তর্ক শেষে আদালত ৩০শে আগস্ট আদেশের জন্য দিন ধার্য করেন। এর আগে গত বুধবার আসামিপক্ষের সময়ের আবেদন নাকচ করে রিভিউ শুনানি শুরু করে আদালত। সেদিন খন্দকার মাহবুব বক্তব্য উপস্থাপন শুরু করার পর আদালত শুনানি রোববার পর্যন্ত মুলতবি করে। আপিল বিভাগের এ বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও বিচারপতি মোহাম্মদ বজলুর রহমান।