রায় ফাঁসের মামলার রায় ১৫ই সেপ্টেম্বর

Slider ফুলজান বিবির বাংলা বাংলার আদালত

29228_kader

 

রায় ফাঁসের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হুম্মাম কাদের চৌধুরী, সালাউদ্দিন কাদের চৌধুরীর স্ত্রী ফরহাত কাদের চৌধুরী ও তার আইনজীবী বিরুদ্ধে মামলার রায়ের জন্য আগামী ১৫ই সেম্পম্বর নির্ধারণ করা হয়েছে। সাইবার ক্রাইমস ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম আজ এ দিন নির্ধারণ করেন। এর আগে ১৪ই আগস্ট রায়ের তারিখ পেছানো হয়েছিল। আজ রায় প্রস্তুত নয় জানিয়ে দিন পুনঃনির্ধারণ করা হয়। উল্লেখ্য, সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলার রায়ের দিন সকালেই তার স্ত্রী, পরিবারের সদস্য ও আইনজীবীরা রায় ফাঁসের অভিযোগ তোলেন। তারা রায়ের ‘খসড়া কপি’ও সংবাদকর্মীদেরও দেখান। তারা আদালতের রায় নিয়ে কটাক্ষও করেন। রায় ঘোষণার পরদিন ট্রাইব্যুনালের তৎকালীন নিবন্ধক (রেজিস্ট্রার) এ কে এম নাসির উদ্দিন মাহমুদ বাদী হয়ে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে শাহবাগ থানায় একটি জিডি করেন। পরে ৪ অক্টোবর ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান শাহবাগ থানায় মামলা করেন। ২০১৪ সালের ২৮ অগাস্ট ডিবির পরিদর্শক মো. শাহজাহান এ মামলায় অভিযোগপত্র দাখিল করেন, যাতে রাষ্ট্রপক্ষে মোট ২৫ জনকে সাক্ষী করা হয়। পুলিশের পক্ষ থেকে বলা হয়, সালাউদ্দিন কাদেরের আইনজীবীর সহকারী মেহেদী বড় অঙ্কের অর্থের লোভ দেখিয়ে ট্রাইবুনালের দুই কর্মীর মাধ্যমে যুদ্ধাপরাধ মামলার রায়ের খসড়ার অংশবিশেষ বের করেন। ওই অংশটিই রায়ের দিন আদালতে সাংবাদিকদের দেখানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *