সংশ্লিষ্ট ব্যক্তিরা জানিয়েছেন, ১৯৯৮ সালে ঢাকা-কলকাতা যাত্রীবাহী বাস চলাচল শুরু হয়। এই বাস রোববার ছাড়া প্রতিদিনই চলছে এ রুটে। গত বছর কলকাতা-ঢাকা-আগরতলার মধ্যেও চালু করা হয় যাত্রীবাহী বাস। রোববার ছাড়া প্রতিদিন এ সেবা চালু আছে। এবার শুরু হতে যাচ্ছে খুলনা-কলকাতা যাত্রীবাহী বাস চলাচল। আগামী বছরের শুরুর দিকে আনুষ্ঠানিকভাবে এ রুটে বাস চলাচল শুরু হবে।
কলকাতা ও খুলনার মধ্যে এই বাস চালাবে শ্যামলী যাত্রী পরিবহন ও পশ্চিমবঙ্গ ভূতল পরিবহন নিগম লিমিটেড। বাংলাদেশ থেকে যৌথভাবে এই বাস চালাবে শ্যামলী পরিবহন ও বিআরটিসি। রোববার ছাড়া এই বাসও প্রতিদিন চলবে। কলকাতা থেকে ছাড়বে বেলা ১১টায় আর খুলনা থেকে ছাড়বে সকাল ১০টায়।
এ প্রসঙ্গে শ্যামলী যাত্রী পরিবহনের কর্ণধার অবনী ঘোষ আজ শনিবার বলেন, খুলনা-কলকাতার মধ্যে ভাড়া নির্ধারণ করা হয়েছে ভারতীয় রুপিতে ৮০০ রুপি। আর খুলনা থেকে ভাড়া নির্ধারণ করা হয়েছে বাংলাদেশি টাকায় এক হাজার টাকা।