ঢাকা; নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়ায় একটি জঙ্গি আস্তানায় অভিযানে ‘মোস্ট ওয়ান্টেড’ জঙ্গি তামিমসহ ৩ জন নিহত হয়েছে। তামিমকে গুলশান হামলার মাস্টার মাইন্ড মনে করা হয়। শনিবার ভোরে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট নারায়ণগঞ্জের পাইকপাড়ায় ‘অপারেশন হিট স্টর্ম ২৭’ নামে অভিযানটি পরিচালনা করে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন আইজিপি একেএম শহীদুল হক।
তামিম চৌধুরীকে ধরিয়ে দেয়ার জন্য এর আগে পুলিশ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। শনিবার ভোরে পুলিশ নারায়ণগঞ্জের পাইকপাড়ার ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। সন্ত্রাস দমনে গঠিত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জেএমবির এক সদস্যকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে এই আস্থানার খোঁজ মেলে। পরে পাইকপাড়া বড় কবর স্থান এলাকার পাঁচতলা একটি ভবন ঘিরে সেখানে অভিযান নামে পুলিশ। অভিযানে অংশ নেয় র্যাব ও জেলা পুলিশ সদস্যরাও।
তামিম চৌধুরীকে ধরিয়ে দেয়ার জন্য এর আগে পুলিশ ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেছিল। শনিবার ভোরে পুলিশ নারায়ণগঞ্জের পাইকপাড়ার ওই বাড়িটি ঘিরে অভিযান শুরু করে। সন্ত্রাস দমনে গঠিত পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, জেএমবির এক সদস্যকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যে এই আস্থানার খোঁজ মেলে। পরে পাইকপাড়া বড় কবর স্থান এলাকার পাঁচতলা একটি ভবন ঘিরে সেখানে অভিযান নামে পুলিশ। অভিযানে অংশ নেয় র্যাব ও জেলা পুলিশ সদস্যরাও।