তামিম চৌধুরী চ্যাপ্টার শেষ : স্বরাষ্ট্রমন্ত্রী

Slider টপ নিউজ ফুলজান বিবির বাংলা

29076_kamal

 

ঢাকা: গুলশান হামলার মূল হোতা তামিম চৌধুরী নারায়ণগঞ্জের অভিযানে নিহত হওয়ার খবর নিশ্চিত করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, নিহত অন্য দুই জঙ্গি তামিম চৌধুরীর সহযোগি তাদের পরিচয়ও কিছু সময়ের মধ্যেই নিশ্চিত হওয়া যাবে। তিনি বলেন, আমরা মনে করি এই অভিযানের মধ্য দিয়ে তামিম চৌধুরীর চ্যাপ্টার এখানে শেষ হয়েছে। দুপুরে নারায়ণগঞ্জে অভিযানের বিষয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, শুরুতে জঙ্গিদের আত্মসমর্পণ করতে বলা হয়েছিল। তারা তা না করে গুলি ও গ্রেনেড চার্জ করে। সোয়াটসহ আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য্যের পরিচয় দেয়। এক পর্যায়ে তারা বাধ্য হয়ে গুলি চালায়। তিনি বলেন, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। গোয়েন্দাদের কাছে তথ্য রয়েছে। জঙ্গিরা সংখ্যায় অতি নগন্য। আমাদের দেশের জনগণ তাদের আশ্রয় প্রশ্রয় দেয় না। শিগগিরই তাদের সবাইকে ধরা যাবে। সফল অভিযানে তামিম চৌধুরী নিহত হওয়ায় আরও তথ্য পাওয়ার সুযোগ হাতছাড়া হয়েছে কিনা এমন প্রশ্নে তিনি বলেন, এরা জীবিত অবস্থায় তথ্য দিল কি না  দিল তাতে আমাদের কিছু আসে যায় না। আমাদের গোয়েন্দা বাহিনীর কাছে তথ্য আছে। তারা কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *