টানা বর্ষণ ও ভবদহের পানির তোড়ে যশোর-খুলনা মহাসড়ক ধ্বসে গেছে। অভয়নগর উপজেলার চেঙ্গুটিয়া এলাকায় সড়ক ধ্বসের কারণে রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে পানির স্রোত। যানবাহন চলছে চরোম ঝুকির মধ্যে। এতে দীর্ঘ যানজটে নাকাল যাত্রীরা। শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ভারী যানবাহন ধ্বসে যাওয়া সড়ক পার হচ্ছে চরম ঝুকির মধ্য দিয়ে। চালকের অনভিজ্ঞতায় দুর্ঘটনার শিকার হচ্ছে অনেকে। যানজট লেগেছে প্রায় ৪/৫ কিলোমিটার ব্যাপী। প্রচন্ড গরম আবওহাওয়া এবং তীব্র যানজটে যাত্রীরা নাজেহাল। জীবনের ঝুকি নিয়ে পথ চলতে হচ্ছে অনেককেই। গড়াই পরিবহন চালক রহিম মিয়া বলেন, অনেকদিন এমন ঝুকির মধ্যে গাড়ি চালাইনি। প্রায় আড়াই ঘন্টা আটকে আছি। ট্রাক চালক টুকু মিয়া বলেন, দুই ঘণ্টা আটকে আছি। কালনা-খুলনা এক্সপ্রেসের চালক রুহুল আমিন বলেন, তীব্র গরমে যাত্রীরা কষ্ট পাচ্ছে। কখন খুলনা পৌঁছাবো জানি না। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে ধ্বসে যাওয়া সড়ক পরিদর্শনে আসেন অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন মিয়া। তার নির্দেশনায় ধ্বসে যাওয়া স্থানে ইট ফেলা হচ্ছে। কিন্তু পানি জমে থাকায় তা কাদায় তলিয়ে যাচ্ছে।