ভারতের সীমা থেকে ৬২ বাংলাদেশি জেলে ও ট্রলার উদ্ধার

Slider জাতীয়

28907_boat

 

বঙ্গোপসাগরের ভেতর থেকে দিক হারানো ৬২ বাংলাদেশি জেলে ও দুইটি ফিশিং ট্রলার ভারতের জলসীমা থেকে উদ্ধার করেছে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয় ও কপোতাক্ষ। ২১ ঘণ্টা চেষ্টার পর বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উদ্ধার করা হয় জেলেদের। পরে ওই জেলে এবং আল্লাহর দান ও ফরহাদ নামের বোট ২টিকে সুন্দরবনের হিরণ পয়েন্টের উপকূলে বাংলাদেশ কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়। এর আগে, উদ্ধার করা জেলে ও বোট দুটিকে ভারতীয় সমুদ্রসীমায় সেদেশের কোস্টগার্ড জাহাজ রাজকিরণ, বাংলাদেশ নৌবাহিনী জাহাজ প্রত্যয়ের কাছে হস্তান্তর করে। এছাড়া আরও ২টি ফিশিং ট্রলার মা গঙ্গা ও নাঈম চারজন জেলেসহ মেরামতের জন্য বর্তমানে ভারতে অবস্থান করছে। প্রয়োজনীয় মেরামত শেষে ট্রলার দুটিকে দ্রুতই বাংলাদেশে ফিরিয়ে নিয়ে আসা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *