বিদেশ যেতে পারলেন না ব্যারিস্টার রুমিন ফারহানা

Slider ফুলজান বিবির বাংলা রাজনীতি সারাদেশ

 

ঢাকা: বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে পুলিশ। বিমানবন্দর থেকে ফেরার পর রাত সোয়া ১০টার সময় তিনি এ অভিযোগ করেন।
তিনি জানান, দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির ওমান প্রবাস শাখা আয়োজিত একটি আলোচনা সভায় অংশ নেয়ার কথা ছিল তার। তিনি ওমানের উদ্দেশে যাত্রা করতে  সন্ধ্যা ৬টায় হযরত শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান। রাত ৯টা ৪৫ মিনিটে ইত্তেহাদ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তার ওমানের উদ্দেশে রওনা দেয়ার কথা ছিল।
ব্যারিস্টার রুমিন ফারহানা বলেন, কিছুদিন ধরে আমাকে বারবার বিমানবন্দর অপেক্ষা করিয়ে রেখে শেষে ফেরত পাঠিয়ে দেয়া হচ্ছে। এ নিয়ে আমি উচ্চ আদালতে রীট করলেও কোন প্রতিকার পাইনি। যেহেতু প্রতিবারই দীর্ঘক্ষণ অপেক্ষা করিয়ে রাখে তাই এবারও চারঘণ্টার আগে সন্ধ্যা ৬টায় আমি বিমানবন্দরে যাই। কিন্তু যথারীতি এবারও আমাকে বোর্ডিং পাস সম্পন্ন হওয়ার পর অপেক্ষা করিয়ে রাখা হয়। এ সময় গোয়েন্দা সংস্থার লোকজনকে বিভিন্ন সংস্থার সঙ্গে কথা বলতে দেখেছি। পরে আমাকে জানিয়ে দেয়া হয় আমার বিদেশগমণে ক্লিয়ারেন্স নেই।
এদিকে আমার ব্যাগটি ততক্ষনে বিমানে চলে যায়। আমি বিষয়টি জানানোর কিছুক্ষণপর তারা ব্যাগটি ফেরত দেয়। তবে আমার ব্যাগটি ছিল ছেড়া। তিনি বলেন, একদিকে আমাকে বিদেশে যেতে বাধা দেয়া হল অন্যদিকে আমার ব্যাগটি ছেড়া হয়েছে। কেন তারা আমার ব্যাগটি ছিড়েছে জানি না।
উল্লেখ্য, ব্যারিস্টার রুমিন ফারহানা বায়ান্নের ভাষা আন্দোলনের অন্যতম প্রধান সংগঠক ও প্রয়াত রাজনীতিক অলি আহাদের মেয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *