কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনুর হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন করা হয়েছে। সিআইডি কুমিল্লার পরিদর্শক গাজী মো.ইব্রাহিমের স্থলে সিআইডি কুমিল্লার সহকারী পুলিশ সুপার জালাল উদ্দীন আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে। বৃহস্পতিবার বিকালে তিনি মামলার যাবতীয় কাগজপত্র বুঝে নেন বলে জানা গেছে। রাত সোয়া ৯টায় নতুন তদন্তকারী কর্মকর্তা এএসপি জালাল উদ্দীন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। গত ২০শে মার্চ রাতে কুমিল্লা সেনানিবাসের অভ্যন্তরে পাওয়ার হাউজ এলাকার একটি জঙ্গলে কলেজ ছাত্রী সোহাগী জাহান তনুর মরদেহ পাওয়া যায়। এ ঘটনায় তনুর বাবা কুমিল্লা ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস সহায়ক ইয়ার হোসেন বাদী হয়ে ২১শে মার্চ কোতয়ালী মডেল থানায় অজ্ঞাতনামা ঘাতকদের বিরুদ্ধে হত্যা মামলা করেন। কিন্তু এ হত্যাকা-ের ৫ মাস পূর্ণ হলেও এ পর্যন্ত ঘাতকদের শনাক্ত বা আসামি গ্রেপ্তারে দৃশ্যমান কোনও অগ্রগতি নেই। সিআইডি সন্দেহভাজনসহ সামরিক-বেসামরিক অর্ধশতাধিক ব্যক্তির সাক্ষাৎকার নিলেও হত্যাকা-ের সঙ্গে সম্পৃক্ত কাউকে সনাক্ত বা গ্রেপ্তার করতে পারেনি। সিআইডি-কুমিল্লার বিশেষ পুলিশ সুপার ড. মো. নাজমুল করিম খান বদলীর পর গত ২৫শে জুলাই এ পদে যোগদান করেন শাহরিয়ার রহমান। তিনি তনুর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে মামলার সুষ্ঠু তদন্ত ও ঘাতকদের গ্রেপ্তারে তাদের আশ্বাস দিয়েছিলেন। কিন্তু এরপর থেকে সিআইডি’র কোনও তৎপরতা দেখা যায়নি। এদিকে তনু হত্যার মামলার তদন্তকারী কর্মকতা পরিবর্তনের খবর শুনে রাতে তনুর মা আনোয়ারা বেগম জানান, ঘটনার ৫ মাস অতিবাহিত হলেও এখনো মামলার কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না। তিনি বলেন, যাকেই তদন্তকারী কর্মকর্তা দেয়া হোক এ নিয়ে আমাদের আপত্তি নেই। আমরা চাই মামলার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের শনাক্ত করে তাদের বিচার করা।