রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরসহ বিবিন্ন অঞ্চলে শ্রী কৃষ্ণের জন্মাষ্টমী যদাযত মদ্রাযায় উদযাপন করা হয়েছে।
বৃহষ্পতিবার (২৪ আগস্ট) দুপুরের দিকে শ্রীপুর উপজেলা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দির থেকে একটি র্যালী বের হয়।
শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল আউয়াল র্যালীর নেতৃত্ব দেন। এসময় র্যালীতে উপস্থিত ছিলেন, শ্রীপুর পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ভোলানাথ সাহা, অধ্যাপক ভজন চন্দ্র পাল, শ্রীপুর উপজেলা শ্রী শ্রী সার্বজনীন দুর্গোৎসবের সভাপতি কৃষ্ণা লাল চৌহান, শ্রী তপন কুমার বণিক প্রমূখ।
র্যালীটি শ্রীপুর পৌর শহর প্রদক্ষিণ শেষে শ্রীপুর উপজেলা শ্রী শ্রী সার্বজনীন দূর্গা মন্দিরে এসে শেষ হয়। পরে সকলের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। র্যালীতে শত শত সনাতন ধর্মের নারী পুরুষ ও শিশুরা ব্যানার, ফেষ্টুন, প্ল্যাকার্ড, বাদ্যযন্ত্র এবং রং বেরঙের জামা কাপড় পরে অংশৎগ্রহণ করেন। এতে বরমী বাজার শ্রী লক্ষী নারায়ণ মন্দিরের পূণ্যার্থীরাও অংশগ্রহণ করেন।