কালীগঞ্জে জাতীয় শোক দিবসের আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Slider গ্রাম বাংলা

fredom picture
কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালীগঞ্জে মুক্তিযোদ্ধা সংগঠনের উদ্যোগে জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার তুমলিয়া ইউনিয়নের রাজনগর এলাকায় নয়া বাজার মুক্তিযোদ্ধা সংগঠনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালন উপলক্ষে এক বর্ণাঢ্য শোক র‌্যালী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে বীর মুক্তিযোদ্ধা কাজী মো. ইব্রাহীম এর সভাপতিত্বে নয়া বাজার ক্রেডিট ইউনিয়ন কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধা মো. আবুল কাশেম দর্জির পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, তুমলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আবু বকর মিয়া। বিশেষ অতিথি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মোস্তফা মিয়া, কালীগঞ্জ পৌর কমান্ডার মো. নুরুল ইসলাম আকন্দ, তুমলিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মিজানুর রহমান মাখন, সহকারী কমান্ডার শেখ শাহাবুদ্দিন ও মো. হাসমত উল্লাহ। সভায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, নয়া বাজার ক্রেডিট ইউনিয়নের সহ-সভাপতি, বীর মুক্তিযোদ্ধা মো. হাবিবুল্লাহ, বিশিষ্ট সমাজ সেবক মো. আতিকুর রহমান, মো. আতাউর রহমান ও আব্দুল গাফফার প্রমুখ। এ সময় উপজেলাসহ, কালীগঞ্জ পৌর, তুমলিয়া ও বক্তারপুর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধাগণ উপস্থিত ছিলেন। পরিশেষে ১৫ই আগষ্ট জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *