গ্রাম বাংলা ডেস্ক: সাভারের আশুলিয়ার পৃথক তিনটি স্থান থেকে তিন যুবকের মৃতদেহ উদ্ধার করেছে আশুলিয়া থানা পুলিশ।
শুক্রবার বিকেলে এ তিনটি লাশ উদ্ধার করা হয়।
এরমধ্যে, আশুলিয়ার গৌরিপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে সাইদুর রহমান (২৫), পার্শ্ববর্তী আউকপাড়া মধ্যপাড়া এলাকার মান্নান শেখ (৪০) ও কোণ্ডলবাগ আব্দুল কাফী (২৫) এর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার আশুলিয়ার গৌরিপুর এলাকার ভাড়া বাসা থেকে সাইদুর রহমানের লাশ উদ্ধার করেছে পুলিশ। বিকেলে তার কক্ষ বন্ধ থাকতে দেখে প্রতিবেশীরা জানালা দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেয়।
জানা যায়, নিহত সাইদুর গৌরিপুর এলাকায় একটি পোশাক কারখানায় কাজ করতো। আর সে আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের কাছৈর গ্রামের বাসিন্দা। তার বাবার নাম আবদুল জলিল।
অন্যদিকে, আউকপাড়া এলাকার মৃত জয়নালের ছেলে আবদুল মান্নান শেখ জমি বিক্রি করে নির্মিত নতুন বাড়িতে অবস্থান করছিল। এ সময় পরিবারের সদস্যরা সেখানে ছিলনা। বিকেলে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত লাশ দেখতে পায় এলাকাবাসী। এরপর তারা পুলিশকে খবর দেয়।
এছাড়া কোণ্ডলবাগ এলাকা থেকে আব্দুল কাফী (২৫) নামে আরেক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশের উপ-পরিদর্শক অলিয়ার রহমান বলেন, নিহত আবদুল মান্নান শেখকে কোনো চক্র হয় তো বা হত্যার পর লাশ ঝুলিয়ে রেখেছে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।