তুমি ছুঁইয়োনা
——————————–পাপিয়া মেঘলা
তুমি ছুঁইয়ো না, বিষাদী এই হৃদয় প্রাচীর আমার
কষ্টের নীল রঙে রাঙানো মোর প্রতিটি দেয়াল,
পরতে পরতে শুধু ছড়িয়ে আছে অভিমানী কষ্ট আর দহন।
তুমি ছুঁইয়ো না, মেঘে ঢাকা এই আকাশ আমার
শত বরষায় গুমরে থাকা মোর হৃদয় ভূবন,
কানায় কানায় পরিপূর্ণ আজ রংহীন অশ্রু জলে।
তুমি ছুঁইয়ো না, ব্যথিত এই কণ্টকাকীর্ণ কানন আমার
বিষে ভরা পাতা, প্রসারিত শাখা – প্রশাখা,
অবহেলা অপমানে নিশ্চুপ আজ প্রতিটি ফুলকলি।
তুমি ছুঁইয়ো না, মূমূর্ষ নাভিশ্বাস আমার
শুধু হাহাকার আর দীর্ঘশ্বাস জড়ানো জঠর,
ধূলোর আবরণে বিলীন আজ নিয়তির রেখা।