কর্মসূচি নির্ভর করছে সরকারের আচরণে: ফখরুল

Slider রাজনীতি
b79c9511172e6734d438c5bd9a2d502c-ff
ঢাকা; বিএনপির সমর্থন রয়েছে। সরকার রামপাল নিয়ে কী পদক্ষেপ নেয়, বিএনপি তা পর্যবেক্ষণ করছে।
বিএনপি নতুন ইস্যু তৈরি করতে রামপাল বিদ্যুৎকেন্দ্রের বিরুদ্ধে কথা বলছে—সরকারি দলের নেতাদের এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে ফখরুল বলেন, বিএনপি নিজস্ব আদর্শ ও মূল্যবোধ নিয়ে রাজনীতি করে। কে কী বলল, সেটা মুখ্য বিষয় না। তবে আওয়ামী লীগ যত ইস্যু তৈরি করেছে, তাতে বিএনপির নতুন ইস্যু তৈরির প্রয়োজন নেই। আওয়ামী লীগই নতুন নতুন ইস্যু তৈরি করে ও ডাইভার্ট করে বলে ফখরুল মন্তব্য করেন।

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের নেতা-কর্মীদের নিয়ে ফখরুল জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে তিনি মোনাজাত করেন। এতে যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাতসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *