বোতাম খোলা জামা
————–কবি বুলবুল চৌধুরী
তুমি আমার গেরুয়া রঙ
বোতাম খোলা জামা,
মুখর বিকেল উড়িয়ে দেব
ইচ্ছেগুলোর দাড়িকমা!!!
তুমি অামার গেরুয়া রঙ
বোতাম খোলা জামা।
কথার পাহাড় কাঁধে ঝোলা
চলছি পথে বাঁধন খোলা,
ঘূর্ণি হয়ে শূণ্যে উঠে
তোমার কাছে আবার থামা।
তুমি অামার গেরুয়া রঙ
বোতাম খোলা জামা।
শাপলা শালুক এই শতদল
রাঙিয়ে দেব চরণ কমল,
সপন মাঝে গন্ধ হয়ে
নীরব রাতে আবার নামা।
আমি তোমার গেরুয়া রঙ
বোতাম খোলা জামা।
শ্যামল হয়ে জ্বলে উঠি
ধূসর নয়ন মেলে দেখি,
এখনও যে তোমার কাছে
অনেকটা ঋণ আমার জমা।
তুমি আমার গেরুয়া রঙ
বোতাম খোলা জামা
(উৎসর্গ কবি রাবেয়া হামিদ)