২০১৬-১৭ মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের টিকিট কাটলো ম্যানচেস্টার সিটি। প্লে অফের প্রথম লেগে তারা রোমানিয়ার ক্লাব স্টুয়া বুখারেস্টকে হারায় ৫-০ গোলে। আর ফিরতি লেগে নিজেদের মাঠে তারা জিতলো ১-০ গোলে। এতে ৬-০ এগ্রিগেটে চ্যাম্পিয়ন্স লীগের মূল পর্ব নিশ্চিত করেছে ইংল্যান্ডের ক্লাবটি। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের মূল পর্বে খেলবে ইউরোপের ৩২টি দল। যাদের গ্রুপপর্বের ড্র হবে আজ মোনাকোতে। আগের মৌসুমে পয়েন্ট টেবিলের শীর্ষের দিকে থাকার ভিত্তিতে ইউরোপের ২২টি দল সরাসরি চ্যাম্পিয়ন্স লীগে খেলার যোগ্যতা অর্জন করে। আর বাকি ১০টি দল তাদের সঙ্গী হয় প্লে অফ খেলে। আগের দিন প্লে অফ খেলে পাঁচটি দল মূলপর্বের টিকিট কাটে। আর গতকাল কাটলো আরো পাঁচটি দল। ম্যানসিটির সঙ্গে এদিন মূলপর্বের টিকিট কেটেছে জার্মানির বরুসিয়া মুনেশনগ্লাডবাখ, ডেনমার্কের এফসি কোপেনহেগেন, রাশিয়ার এফসি রোস্টভ ও ক্রোয়েশিয়ার ক্লাব ডায়নামো জাগরেব। এবার প্লে অফ থেকেই বাদ পড়েছে নেদারল্যান্ডসের ঐতিহ্যবাহি ক্লাব আয়াক্স। প্লে অফে রাশিয়ার ক্লাব রোস্টভের কাছে দুই লেগে তারা হেরেছে ৫-২ গোলে। প্রথম লেগের ম্যাচটি ১- গোলে ড্র ছিল। কিন্তু গতকাল ফিরতি লেগে তারা রোস্টভের কাছে হেরেছে ৪-১ গোলে। অন্যদিকে স্টুয়া বুখারেস্টের বিপক্ষে ম্যানসিটির হয়ে ৫৬ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি করেন ফ্যাবিয়ান ডেলফ।