“ছাদবালক”
————————–খায়রুননেসা রিমি
এই এলাকায় আমি একদম নতুন।
কাউকে চিনিনা,কিচ্ছু চিনিনা।
ব্যলকনিতে দাঁড়িয়ে আকাশ দেখি।
পাশের ছাদ থেকে কেউ একজন বলছে,
“এই যে শুনছেন”
পিছন ফিরেই দেখি
২৫ বছরের এক টগবগে তরুণ।
“চলুন না, আমরা বন্ধু হয়ে যাই”
বন্ধুত্বের আহবানে আমি বিচলিত,আমি পুলকিত।
মাঝে মাঝেই দেখা হয়, কথা হয়।
এক মেঘলা বিকেলে,
লাজলজ্জার মাথা খেয়ে
ছেলেটি বলেই বসলো,
“আপনি কোথাও যাবেন না,
আজকের দিনটার জন্য আপনি আমার”
ছাদবালকের কথা শুনে আমি বিস্মিত, আমি কম্পিত।
অবুঝ বালক কিছুই বুঝেনা,
আমিতো অনেক আগেই অন্যের।
যাকে চাইলেও কখনও পাওয়া যাবেনা।