আইএস’কে টার্গেট করে সিরিয়ায় তুরস্কের হামলা

Slider টপ নিউজ সারাবিশ্ব

28469_Turkey-2

 

সিরিয়ায় আইএসের ঘাঁটি ও কুর্দিদের অবস্থানস্থলে বোমা হামলা চালিয়েছে তুরস্ক। এতে যোগ দেয়ার কথা রয়েছে সিরিয়ার বিদ্রোহীদের। তুরস্কের সঙ্গে এ হামলায় অংশ নিতে গাজিয়ানটেপ শহরে অপেক্ষায় রয়েছে তুরস্ক সমর্থিত প্রায় ১৫০০ সিরিয়ান বিদ্রোহী। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, শনিবার গাজিয়ানটেপ এলাকায় একটি বিয়ে বাড়িতে বোমা হামলা চালানোর পর এ অভিযান চালানো হচ্ছে। ওদিকে এ হামলা ১২ বচরের একটি শিশু চালিয়েছিল বলে দাবি করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান। তবে প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম বলেছেন, ওই হামলাকারীর পরিচয় এখনও নিশ্চিত করা যায় নি। বিবিসির খবরে বলা হয়েছে সিরিয়ার উত্তরাঞ্চল জারাব্লুসে আইএস’কে টার্গেট করে হামলা চালিয়েছে তুরস্ক। তারা মানবিজ এলাকায়ও শেল ছুড়েছে। গাজিয়ানটেপে রয়েছেন বিবিসির সাংবাদিক মার্ক লোয়েন। তিনি বলেছেন, গাজিয়ানটেপে আত্মঘাতী হামলার প্রেক্ষিতে এ অভিযান চালানো হয়ে থাকতে পারে। তবে সিরিয়া যুুদ্ধের কারণে তুরস্কে আত্মঘাতী হামলার ঝুঁকি আরও বৃদ্ধি পেতে পারে। তা সত্ত্বেও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত কাভুসোগলু বলেছেন, সিরিয়ার উত্তরাঞ্চল থেকে আইএসকে পুরোপুরি নির্মূল করা হবে। সিরিয়ার কুদি বাহিনী ওয়াইপিজি সহ একচি জোট সিরিয়ার মানবিজসহ বিভিন্ন শহর থেকে আইএস’কে হটিয়ে দেয়ার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে তার্কিস টিভির রিপোর্ট অনুযায়ী মানবিজ শহরের উত্তরে ওয়াইপিজি’র অবস্থানেও বোমা হামলা চালিয়েছে তুরস্ক। তুরস্কের দৃষ্টিতে তুস্কের কুর্দি বিদ্রোহী দল কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টির (পিকেকে) সম্প্রসারিত অংশ হলো ওয়াইপিজি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *