কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ জাতীয়করণের জন্য প্রধানমন্ত্রীর সম্মতিপ্রাপ্ত আরো ৬৪টি কলেজের তালিকায় গাজীপুরের কালিগঞ্জ শ্রমিক কলেজের নাম থাকায় উপজেলার সর্বত্র আনন্দের বন্যা। এ উপলক্ষে কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের বর্ণাঢ্য আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌছ মিয়া জানান, প্রধানমন্ত্রী দেশের প্রতিটি উপজেলায় একটি করে কলেজ জাতীয়করণের ঘোষণা করেছেন। এ লক্ষে প্রধানমন্ত্রীর সম্মতিপ্রাপ্ত ৬৪টি কলেজের তালিকায় কালিগঞ্জ শ্রমিক কলেজের নাম থাকায় আমরা খুবই আনন্দিত। কালিগঞ্জ শ্রমিক কলেজটি সরকারি করার বিষয়টি ছিল আমাদের দীর্ঘদিনের প্রাণের দাবি। আমাদের কলেজের নাম সরকারী করণের তালিকায় থাকায় কলেজের শিক্ষক-কর্মচারী, ছাত্র-ছাত্রীদের সমন্বয়ে আজ (গতকাল) সোমবার সকালে একটি আনন্দ মিছিল কলেজ প্রাঙ্গণ হতে বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজে এসে সমাপ্ত হয়। এ সময় কালীগঞ্জ শ্রমিক কলেজের অধ্যক্ষ মোঃ ফেরদৌছ মিয়া- কলেজের শিক্ষক-কর্মচারী ও ছাত্র-ছাত্রীদের পক্ষ থেকে জাতীরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কণ্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং কালীগঞ্জের মানুষের নির্ভরযোগ্য ঠিকানা মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এমপিকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন করেন।