রাতুল মন্ডল ,শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি : গাজীপুরের শ্রীপুর উপজেলার নতুন পটকা গ্রাম থেকে আব্দুস ছামাদের স্ত্রী হাজেরা খাতুন (৪০) এর দগ্ধ মৃতদেহ উদ্ধার করেছে শ্রীপুর মডেল থানা পুলিশ। নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত পারিবারিক ও টাকা পয়সা নিয়া একাধিক ব্যক্তির সাথে মামলার শত্রুতা রয়েছে।
নিহতের ছেলে মিলন জানান, রবিবার রাত ১০টার সময় খাওয়া দাওয়া শেষে আমার মা নিজের ঘরে ঘুমায়,এবং সোমবার সকালে গাজীপুর ডিবি অফিসে যাওয়ার কথা ছিলো । মিলন সকালে ঘুম থেকে ওঠে তার মাকে দেখতে পায়নি। বেলা ১২টার দিকে পার্শ্ববর্তী বাঁশঝাড়ের নিচে লাশ পড়ে থাকার কথা শুনে গিয়ে তার মায়ের দগ্ধ লাশ দেখতে পায়। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ওই নারীর মৃতদেহ উদ্ধার করে। নিহতের পুত্র মিলনের অভিযোগ, পূর্ব শত্রæতার জের ধরেই ঘাতকরা তার মাকে হত্যা করেছে। শ্রীপুর থানার এস.আই আব্দুস সাত্তার জানান, লাশের পড়নের কাপড় চোপড় পোড়া ছিল। শরীরে কোন আঘাতের চিহ্ন না থাকলেও পুরো শরীর ছিল কালো ছাই বর্ণের। ময়না তদন্ত ছাড়া লাশের মৃত্যু কারণ নিশ্চিত বলা যাবে না।
শ্রীপুর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি আসাদুজ্জামান জানান, এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।