ঝড়ে ফরিদপুর সদর উপজেলায় একটি পাটকলের শেড ভেঙে নারী ও শিশুসহ ৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অর্ধশতাধিক। আজ বেলা সোয়া ১টার দিকে গেরদা ইউনিয়নের বাখুন্ডা এলাকার জোবাইদা-করিম জুট মিলের একটি স্টিলের শেড ভেঙে হতাহতের এ ঘটনা ঘটে বলে জানান ফরিদপুরের জেলাপ্রশাসক সরদার সরাফত আলী। নিহতদের মধ্যে হযরত আলী ও বীরেন শিকদারের নাম জানা গেলেও এক নারী ও শিশুর নাম পরিচয় পাওয়া যায়নি। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, ঘটনার পর পরই পুলিশ ও ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। ঝড়ে জুট মিলসহ ওই এলাকার অনেক ক্ষতি হয়েছে। উদ্ধার তৎপরতা চলছে। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের ডা. সিরাজুল ইসলাম বলেন, হাসপাতালে ৪০ জনের মতো ভর্তি হয়েছে। তাদের মধ্যে ২০-২২ জনের অবস্থা গুরুতর।
