গ্রেনেড হামলা মামলার রায় শিগগিরই

Slider জাতীয় বাংলার আদালত

28004_ans

 

আইনমন্ত্রী আনিসুল হক জানিয়েছেন ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার বিচার শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই এ মামলার রায় দেওয়া হবে। আজ শনিবার জাতীয় শোক দিবস উপলক্ষে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় আয়োজিত স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে আইনমন্ত্রী এ কথা বলেন। এসময় আইনমন্ত্রী বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলায় আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে কি না তা খতিয়ে দেখতে কমিশন গঠন করা যেতে পারে। যারা এর নেপথ্যে ছিলেন ইতিহাসের কারণেই সেটা খুঁজে বের করা দরকার। তাদের খুঁজে বের করার জন্য একটি কমিশন গঠন করার কথা আমরা চিন্তা ভাবনা করছি। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করার সুযোগ আইনে নেই। কারণ ফৌজদারি আইনের মামলায় অভিযুক্ত কোনো আসামি মারা গেলে তার বিচারের কোনো বিধান নেই। যদি তিনি (জিয়াউর রহমান) দোষী হন, তা ইতিহাসের পাতায় লেখা থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *