গাজীপুর অফিস; ঐতিহ্যৃবাহী গাজীপুর জেলার হারিয়ে যাওয়া গ্রামীন সংস্কৃতির অন্যতম উৎসব ঐতিহাসিক নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকেলে জেলার মারতা এলাকায় ব্রীজ সংলগ্ন বিলে এই প্রতিযোগতা অনুষ্ঠিত হয়। গাজীপুরের পুলিশ সুপার হারুন অর রশীদ এতে প্রধান অতিথি ছিলেন। ঐতিহ্যৃবাহী নৌকা বাইচ দেখতে হাজারো মানুষ বিলের পাড়ে জমায়তে হয়।