ঢাকা: সরকারের অনুমতি পেলে ভারতে থেকে বানের জলে ভেষে এসে মারা যাওয়া বুনো হাতিটির কংকাল জাতীয় জাদুঘরে সংরক্ষণ করা হবে বলে জানিয়েছেন জাদুঘর কর্তৃপক্ষ।
শুক্রবার জামালপুরের সরিষাবাড়ি উপজেলার কয়ড়া গ্রামে হাতিটিকে সমাহিত করার স্থান পরিদর্শনকালে জাদুঘরের তিন সদস্যের একটি প্রতিনিধি দল একথা জানান। প্রতিনিধি দলে ছিলেন জাদুঘরের সহকারী কিপার শওকত ইমাম খান, সহকারী কিপার গোলাম কাউছার এবং মালি শরাফত হোসেন। উল্লেখ্য, আসাম থেকে পাহাড়ি ঢলে ভেসে আসা এই হাতি ৪৯ দিন বাংলাদেশে বিভিন্ন জেলায় ঘুরে বেড়ানোর পর জামালপুরের সরিষাবাড়ির কয়ড়া গ্রামে মঙ্গলবার সকালে মারা যায়। ওইদিনই বনবিভাগ ময়নাতদন্ত শেষে কয়ড়া গ্রামে তাকে মাটিচাপা দেয়।