রাজধানীর একটি স্কুল থেকে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ১৮ নেতাকর্মীকে আটক করার কথা জানিয়েছে পুলিশ। বাড্ডা থানার ওসি এম এ জলিল জানান, বৃহস্পতিবার গভীর রাতে বাড্ডা ডিআইটি প্রোজেক্টের ইসলামিক ইন্টারন্যাশনাল স্কুল থেকে তাদের আটক করা হয়। তবে তাদেরকে কী অভিযোগে আটক করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি পুলিশের কাছ থেকে। কোন নাশকতার সঙ্গে তারা সম্পৃক্ত কি না তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওই কর্মকর্তা।