অলিম্পিকে ইতিহাস গড়লো আর্জেন্টিনা হকি দল। নিজেদের তো বটেই, দক্ষিণ আমেরিকার প্রথম দল হিসেবে হকিতে সোনা জিতেছে তারা। ফাইনালে ইউরোপের দেশ বেলজিয়ামকে ৪-২ গোলে হারিয়ে তারা এই কীর্তি গড়েছে। অন্যদিকে নেদারল্যান্ডসকে টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে ব্রোঞ্জ জিতেছে জার্মানির হকি দল। আর্জেন্টিনা ও বেলজিয়াম- দুই দলই প্রথমবারের মতো অলিম্পিক হকির ফাইনালে ওঠে। এর আগে মাত্র একবার পদক জিতেছে বেলজিয়াম। সেই ১৯২০ সালে তারা হকিতে ব্রোঞ্জ পদক জিতেছিল। কিন্তু ফাইনালে খেলার সৌভাগ্য হয়নি তাদের। অন্যদিকে আর্জেন্টিনা এর আগে কোনো পদকই জিততে পারেনি। ‘আন্ডারডগ’ হিসেবে প্রথম ফাইনালে উঠেই বাজিমাত করলো তারা। রিও-অলিম্পিকে আর্জেন্টিনার ফুটবল দল ছিল শিরোপার জন্য ফেভারিট। কিন্তু তারা গ্রুপপর্বে হন্ডুরাসের কাছে হেরে বিদায় নিয়েছে এবার। তবে দেশবাসী ফুটবলের দুঃখটা হকিতে ভুলতে পেরেছে
বেলজিয়ামের বিপক্ষে ফাইনালের শুরুটা মোটেও ভাল ছিল না আর্জেন্টিনার হকি দলের। ৩ মিনিটের মাথায় বেলজিয়ামকে এগিয়ে দেন ফরোয়ার্ড টঙ্গি। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান পেদ্রো ইবারা। এর দুই মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন ইগনাসিও অরতিজ। আর ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আর্জেন্টিনার ব্যবধান আরও বাড়ান সেমিফাইনালে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করা পিল্লাত। মাত্র ১০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার ৩ গোলে ব্যাকফুটে চলে যায় বেলজিয়াম। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা লড়াই করতে থাকে। ৪৫ মিনিটে গুচিয়ের বোকার্ডের দৃষ্টিনন্দন গোলে ব্যবধান কমায় বেলজিয়াম। তবে ম্যাচের ৬০ মিনিটে ফাঁকা পোস্টে অগাস্টিন মাজিইর গোলে সোনা জয়ের সব শঙ্কা দূর হয় আর্জেন্টিনার।
বেলজিয়ামের বিপক্ষে ফাইনালের শুরুটা মোটেও ভাল ছিল না আর্জেন্টিনার হকি দলের। ৩ মিনিটের মাথায় বেলজিয়ামকে এগিয়ে দেন ফরোয়ার্ড টঙ্গি। ১২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান পেদ্রো ইবারা। এর দুই মিনিট বাদে ব্যবধান দ্বিগুণ করেন ইগনাসিও অরতিজ। আর ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আর্জেন্টিনার ব্যবধান আরও বাড়ান সেমিফাইনালে জার্মানির বিপক্ষে হ্যাটট্রিক করা পিল্লাত। মাত্র ১০ মিনিটের মধ্যে আর্জেন্টিনার ৩ গোলে ব্যাকফুটে চলে যায় বেলজিয়াম। সেই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা লড়াই করতে থাকে। ৪৫ মিনিটে গুচিয়ের বোকার্ডের দৃষ্টিনন্দন গোলে ব্যবধান কমায় বেলজিয়াম। তবে ম্যাচের ৬০ মিনিটে ফাঁকা পোস্টে অগাস্টিন মাজিইর গোলে সোনা জয়ের সব শঙ্কা দূর হয় আর্জেন্টিনার।