“ঝগড়া মানব”
—-খায়রুননেসা রিমি
ঝগড়া মানব তুমি বড্ড সেকেলে,
অনেকটা শরৎযুগীয় দেবদার মতো।
কিচ্ছু বুঝোনা। না অনুরাগ,না খুনসুটি।
তোমায় ভালোবাসি বলেই তোমাতে মোহান্ধ হই বারবার।
তোমাতেই করি ঝগড়াবিলাপ। আমার অকারণ অভিমান,
নির্লজ্জ ছুটে আসা,তুমি কিছুই উপলব্ধি করোনা।
ঝগড়াটাকেই চূড়ান্ত মনে করে ডুবে থাকো কষ্ট সাগরে।
ঝগড়াবিহীন প্রেম অনেকটা সক্রেটিসের হেমলকের মতো।
ঝগড়া মানব, ঝগড়ার খোলস থেকে বেরিয়ে এসে,স্বপ্ন জোয়ারে ভাসাও তোমার স্বপ্ন তরী।