জন্মভূমিতে চিরনিদ্রায় ইমাম আলাউদ্দিন

Slider ফুলজান বিবির বাংলা সারাবিশ্ব
27813_b2

 

হাজার হাজার মানুষের কান্না, শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় নিলেন মাওলানা আলাউদ্দিন আখুঞ্জি। উপস্থিত জনতা আমেরিকার সরকারের কাছে এই হত্যাকাণ্ডের বিচারের জন্য জানিয়েছেন জোর দাবি। বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় আলাউদ্দিন আখুঞ্জির কফিনবাহী এমিরেটস এর ফ্লাইটটি হযরত শাহ্‌জালাল বিমানবন্দরে ল্যান্ডিং করার কথা ছিল। বিমানটি নামে সকাল ১০টায়। লাশ গ্রহণকালে সেখানে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী আবদুস সোবহান গোলাপ। বিমানবন্দরের সব আনুষ্ঠানিকতা সেরে একটি অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে তার পরিবারের লোকজন হবিগঞ্জের উদ্দেশে যাত্রা শুরু করেন। হবিগঞ্জ কেন্দ্রীয় ঈদগাহে আড়াইটার দিকে লাশ আসে। এর আগেই হয়ে যায় সামান্য বৃষ্টি। এরপরও ঈদগাহে জনতার ঢল নামে। সাড়ে ৩টায় জানাজা শুরু হওয়ার আগে মুসল্লীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন, স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, নবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আলমগীর চৌধুরী, নূরউদ্দিন জংগি, রইছ মিয়া, গোলাম মোস্তফা নবীনগরী, ফুলতলীর পীরজাদা মাওলানা হোসাম উদ্দিন। জানাজার নামাজ পড়ান আলাউদ্দিন আখুঞ্জির ভাই ও সওদাগর মসজিদের খতিব নাছির উদ্দিন আখুঞ্জি। পরে নিহতের কফিনে ফুলেল শ্রদ্ধা জানান, সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির ও জেলা প্রশাসনের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম। বিকাল সাড়ে ৫টায় চুনারুঘাট উপজেলার আমু রোড ঈদগাহে দ্বিতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। সেখানেও হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করেন। উপজেলা চেয়ারম্যান আবু তাহের, উপজেলা নির্বাহী কর্মকর্তা জামিল আহমেদ মুসল্লিদের উদ্দেশে বক্তব্য রাখেন। সেখানে জানাজার নামাজ পড়ান মরহুমের আরেক ছোটভাই মাওলানা জালাল উদ্দিন আখুঞ্জি। পরে তাকে গোছাপাড়া গ্রামে পারিবারিক গোরস্থানে তার পিতার কবরের পাশে তাকে দাফন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *