ঢাকা; এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবার আর ২৫টি শিক্ষা প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। গতবছর এ সংখ্যা ছিল ৩৫টি। এই হিসেবে এবার শতভাগ শিক্ষার্থী ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা ১০টি কমেছে। অপরদিক শতভাগ শিক্ষার্থী পাসের প্রতিষ্ঠানের সংখ্যা গতবারের চেয়ে ২৮৫টি কমেছে। এবার মোট ৮৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠানে সব শিক্ষার্থী পাশ করেছে। গত বছর এ সংখ্যা ছিল এক হাজার ১৩৩টি।
এর মধ্যে সবাই পাস করেছে ঢাকা বোর্ডে ৪৩টি, রাজশাহীতে ১৮ টি, কুমিল্লায়, ৮ টি, যশোরে ১৩ টি, চট্টগ্রামে ৫ টি, বরিশালে ২ টি, সিলেটে ৫ টি, দিনাজপুরে ১১ টি, মাদ্রাসা বোর্ডে ৫৮৫ টি ও কারিগরি বোর্ডে ১৫৮ টি প্রতিষ্ঠানে।
এছাড়া ঢাকা বোর্ডের ৩ টি, রাজশাহীতে ৮ টি, যশোরে ১ টি, দিনজপুরে ৮ টি ও মাদ্রাসা বোর্ডে ৫ টি মোট ৩৫ টি প্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেনি।
এছাড়া ঢাকা বোর্ডের ৩ টি, রাজশাহীতে ৮ টি, যশোরে ১ টি, দিনজপুরে ৮ টি ও মাদ্রাসা বোর্ডে ৫ টি মোট ৩৫ টি প্রতিষ্ঠানের কেউই পাশ করতে পারেনি।