অলিম্পিকে নেইমারের নয়া রেকর্ড

Slider খেলা

27697_Neymar

 

অলিম্পিক ফুটবলে নতুন রেকর্ড গড়লেন ব্রাজিলের অধিনায়ক নেইমার। পুরুষদের ফুটবল লড়াইয়ের সেমিফাইনালে বুধবার হন্ডুরাসের বিপক্ষে মাঠে নামে স্বাগতিক ব্রাজিল। ওই ম্যাচে হন্ডুরাসের জালে হাফ ডজন গোল জড়িয়ে ফাইনাল নিশ্চিত করেছে ব্রাজিল। অধিনায়ক নেইমার করেন জোড়া গোল। এরমধ্যে প্রথমটি অলিম্পিক ইতিহাসের দ্রুততম গোলের রেকর্ড। ম্যাচের শুরুতে প্রতিপক্ষ দলের রক্ষণভাগের ভুলে বল পেয়ে যান নেইমার। সরাসরি হন্ডুরাসের গোলমুখের দিকে এগিয়ে গিয়ে গোল করে ফেলেন বার্সেলোনার এ স্ট্রাইকার। প্রথম আক্রমণেই এগিয়ে যায় ব্রাজিল। নেইমার এ গোলটি করেন ম্যাচ শুরু হওয়ার মাত্র ১৫ সেকেন্ডের মাথায়। অলিম্পিক ফুটবলে দ্রুততম গোলের রেকর্ড এখন এটি। বিষয়টি বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণকারী সংস্থা ফিফা নিশ্চিত করেছে। এর আগে অলিম্পিকে দ্রুততম গোলের রেকর্ড ছিল কানাডা নারী দলের খেলোয়াড় জেনি বেকারের। চলতি অলিম্পিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনি মাত্র ১৯ সেকেন্ডর মাথায় গোল করেন। কিন্তু ১৩ দিনের বেশি এ রেকর্ড স্থায়ী হলো না। সে রেকর্ড ভেঙে নয়া রেকর্ড গড়লেন ব্রাজিলের অধিনায়ক নেইমার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *