বাংলাদেশ ব্যাংকের ৮১ মিলিয়ন ডলার চুরির ঘটনায় ফিলিপাইনের পুলিশ দেশটির রিজাল কমার্শিয়াল ব্যাংকিং কর্পোরেশনের (আরসিবিসি) শাখা ব্যবস্থাপক মায়া সান্তোস দেগুইতোকে আটক করেছে। ফিলিপাইনের একটি টেলিভিশনের বরাতে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এ বছরের ফেব্রুয়ারির গোড়ার দিকে হ্যাকাররা নিউ ইয়র্ক ফেডারেল রিজার্ভে রক্ষিত বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে ৮১ মিলিয়ন ডলার ফিলিপাইনে ট্রান্সফার করতে সক্ষম হয়। ফিলিপাইনে আরসিবিসি ব্যাংকের মাকাতি সিটি শাখা থেকে ওই অর্থ উত্তোলনও করা হয়। এ শাখায় ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন মায়া দেগুইতো। খবরে বলা হয়, ম্যানিলার একটি সুপার মার্কেট থেকে তাকে আটক করা হয়। আরসিবিসি ব্যাংকের সাবেক প্রেসিডেন্ট লরেঞ্জো তানের করা শপথ ভঙ্গের একটি মামলায় তাকে আটক দেখানো হয়। খবরে বলা হয়েছে, বৃহ¯পতিবার জামিন গ্রহণের আগ পর্যন্ত তিনি আটক থাকবেন। এপ্রিলে লরেঞ্জো তান দেগুইতোর বিরুদ্ধে দেওয়ানি মামলা করেন। সেখানে তান অভিযোগ করেন, সিনেট শুনানিতে তার বিরুদ্ধে মিথ্যা তথ্য দিয়েছেন দেগুইতো। এ মামলাতেই আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করলে আটক হন আলোচিত এ সাবেক ব্যাংক কর্মকর্তা।