ইউরোপিয়ান অলিম্পিক কমিটির প্রধান গ্রেপ্তার

Slider ফুলজান বিবির বাংলা

27554_Pattric

 

অবৈধভাবে রিও-অলিম্পিকের টিকিট বিক্রি করার অভিযোগে ইউরোপিয়ান অলিম্পিক কমিটির প্রধানকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে ব্রাজিলের কয়েকটি সংবাদ সংস্থা। কয়েকদিন আগে রিও-অলিম্পিকের ৮০০ টিকিটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ব্রাজিলের পুলিশ। এরপর টিকিট কালোবাজারীর মূল হোতার খোঁজে ছিল পুলিশ। এরই জেরে গ্রেপ্তার করা হলো ইউরোপিয়ান অলিম্পিক কমিটির প্রধান প্যাটট্রিক হিকিকে। ইউরোপের ৫০টি দেশ নিয়ে গঠিত ইউরোপিয়ান অলিম্পিক কমিটি। তিনি এই কমিটির প্রধান। একই সঙ্গে আইরিশ অলিম্পিক কাউন্সিলের প্রধানও তিনি। ৭১ বছর বয়সী প্যাটট্রিকের বিরুদ্ধে অভিযোগ যে, তিনি কালোবাজারীদের কাছে টিকিট পাস করে দিতেন। আর সেটা তারা বাইরে চড়া দামে বিক্রি করতো। পুলিশ জানিয়েছে, প্যাটট্রিক হিকিকে গ্রেপ্তার করার সময় তিনি পালানোর চেষ্টা করেন। পুলিশ তার হোটেল রুমের দরজায় টোকা দিলে তিনি অলিম্পিকের পাস কার্ড দরজার নিচ দিয়ে ঠেলে দেন। কিন্তু পুলিশ তাকে দরজা খোলার জন্য বলে। এ সময় তিনি রুমের অন্য দরজা দিয়ে অন্য রুম দিয়ে পালানোর চেষ্টা করেন। এ সময় তারসঙ্গে তার পুত্র ছিল। তবে শেষ পর্যন্ত রক্ষা হয়নি তার। তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত প্যাটট্রিক হিকির কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *