ঢাকা বিভাগকে আরও ছোট করা হবে’

Slider টপ নিউজ ফুলজান বিবির বাংলা

27550_ss

 

ঢাকা: নাগরিক সেবা বাড়াতে ঢাকা বিভাগকে ভেঙে আরও ছোট করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ বুধবার সকালে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে নবগঠিত ময়মনসিংহ বিভাগের উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত এক সভায় তিনি একথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, ঢাকা বিভাগকে ভেঙে ময়মনসিংহ বিভাগ করা হয়েছে। আমাদের পরিকল্পনা আছে ঢাকাকে আরেকটু ছোট করে নতুন বিভাগ তৈরী করা। এতে জনগণের দোরগোড়ায় সেবাটা পৌঁছাতে পারব।
তিনি বলেন, দেশের জনসংখ্যা ১৬ কোটি। সবার কাছে সেবা পৌঁছে দিতে হবে। এ জন্য ক্ষমতাকে বিকেন্দ্রীকরণ একান্তভাবে প্রয়োজন। তিনি আরও বলেন, ঢাকা বিভাগ বিশাল। এখানে ১৭টি জেলা। ১৭টি জেলায় কাজ করা অত্যন্ত কঠিন। সেবা নিশ্চিত করতে আমরা প্রশাসনিক কর্মকান্ডকে ছোট ছোট করে ভাগ করে দেব। যাতে সহজেই মানুষের কাছে সেবা পৌঁছাতে পারে।
প্রধানমন্ত্রী বলেন, কোনো একটা কিছু হলেই ঢাকায় ছুটে আসতে হবে। এভাবে তো মানুষের সেবা নিশ্চিত করা যায় না। তাৎক্ষণিক প্রয়োজন মেটানোর মানসিকতা বাদ দিয়ে দূরদর্শী পরিকল্পনা গ্রহণ করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *