পুরণো কারাগারের জায়গা হলের জন্য বরাদ্দের দাবি জবি শিক্ষার্থীদের

Slider জাতীয়

27545_ju

 

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্প্রতি খালি হওয়া নাজিমউদ্দিন রোডের পুরানো ঢাকা কেন্দ্রীয় কারাগারের পরিত্যাক্ত জায়গা বিশ্ববিদ্যালয়টির হল নির্মাণের জন্য বরাদ্দের দাবি জানিয়েছে। এ উপলক্ষে আজ বুধবার সকাল ১০টার দিকে শিক্ষা মন্ত্রণালয় ঘেরাওয়ের জন্য ক্যাম্পাস থেকে মিছিল নিয়ে বের হন শিক্ষার্থীরা। পরে তাদের কর্মসূচিতে বাধা দেয় পুলিশ। ফলে, প্রেসক্লাবের সামনেই জগন্নাথের শিক্ষার্থীদের মিছিল থমকে যায়। পরে সেখান থেকে তারা বিক্ষোভ শুরু করেন এবং ধর্মঘটের ঘোষণা দেয়। সেখানে তারা অবস্থান ধর্মঘট করেন। শিক্ষার্থীরা জানায়, পুলিশের বাধার কারণে তারা মন্ত্রণালয় ঘেরাও করতে পারেনি। তবে, বেলা সোয়া ১টা পর্যন্ত কয়েকশ শিক্ষার্থী প্রেসক্লাবের সামনে অবস্থান নিয়ে থাকে। ফলে ওই সড়কে যানজট দেখা দেয়। পরে পরের দিনের কর্মসূচী ঘোষণা দিয়ে রাস্তা ছেড়ে দেয় তারা। আগামী কাল তারা জবি ক্যাম্পাসে ছাত্র ধর্মঘট পালনের ডাক দিয়েছে। আন্দোলনের সমন্বয়ক মনিরুল ইসলাম রাজন জানান, আগামীকাল আমরা সর্বাত্মক ধর্মঘট করব। এরপর পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। উল্লেখ্য, পুরনো কারাগারের পরিত্যক্ত জায়গা হল নির্মাণের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে বরাদ্দ দেওয়ার দাবিতে গত ২রা আগস্ট থেকে ক্যাম্পাসে নানা কর্মসূচি পালন করে আসছিলেন শিক্ষার্থীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *