গ্রাম বাংলা ডেস্ক: রাজধানীর রামপুরায় স্বর্ণের বার আত্মসাতের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশের ১২ কর্মকর্তাসহ ১৯ জনকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
আগামী বৃহস্পতিবার এদের মধ্যে ৯ জনকে বাকী ১০জনকে আগামী রোববার দুদক কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে। বুধবার দুদকের তদন্ত কর্মকর্তা ও উপ-পরিচালক যতন কুম‘ার রায় তাদের দুদক কার্যালয়ে হাজির হতে নোটিশ পাঠিয়েছেন। দুদক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
জিজ্ঞাসাবাদের জন্য যাদের কাছে নোটিশ পাঠানো হয়েছে তারা হলেন- ডিএমপি’র গোয়েন্দা, অপরাধ ও তথ্য বিভাগের নিরস্ত্র পরিদর্শক মো. ফজলুল হক, খিলগাঁও জোনের এসি মো. ইকবাল হোসেন, এসআই এএনএস নুরুজ্জামান, মাসুদ মিয়া, রাশেদুল ইসলাম প্রমুখ।