প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা বলেছেন, দেশের ক্রান্তিলগ্নে বিচার বিভাগ অতীতেও সঠিক ভূমিকা পালন করেছে, আগামীতেও পিছপা হবে না। আজ দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে সুপ্রিম কোর্টে রক্তদান কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি আরও বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলা ও পঞ্চম সংশোধনী বাতিলসহ আরো কিছু গুরুত্বপূর্ণ রায় বিচার বিভাগ থেকেই এসেছে। কোনো রক্তচক্ষুতে বিচার বিভাগ পিছপা হয় না। বিচার বিভাগ শুধু বঙ্গবন্ধু হত্যা মামলা নয়, আমরা জেলহত্যা মামলার রায় দিয়েছি। আমরা অষ্টম সংশোধনী, যেটা বিভাগ বিভাগকে সম্পূর্ণভাবে পঙ্গ করার জন্য (হয়েছিল), সুপ্রিম কোর্টকে ভেঙে চুরমার করেছিল, সেটাকেও আমরা বাতিল করেছি। বিচার বিভাগ কোনোদিনই পিছপা হয় নাই। রাষ্ট্রের প্রতিটি ক্রান্তিলগ্নে এই বিভাগ এগিয়ে আসছে এবং যখনই অন্যায় দেখেছে, সেখানেই হস্তক্ষেপ করেছে। রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে এক মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয় সুপিম কোর্টে। এ সময় সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিগণ ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নেতারা উপস্থিত ছিলেন।