তিন সাংবাদিক জামিনে মুক্ত

Slider জাতীয় বিনোদন ও মিডিয়া

13891938_10201986088609254_8548208635077859705_n

 

ঢাকা; অনলাইন নিউজপোর্টাল বাংলামেইল টোয়েন্টিফোর ডটকমের ভারপ্রাপ্ত সম্পাদকসহ তিন সাংবাদিককে জামিন দিয়েছেন আদালত।
আজ রোববার বাংলাদেশ সাইবার ক্রাইম ট্রাইব্যুনালের বিচারক কে এম শামসুল আলম তাদের জামিনের আদেশ দেন। সাংবাদিকদের পক্ষে তাঁদের আইনজীবী প্রিয়লাল সাহা জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বাংলামেইলের ভারপ্রাপ্ত সম্পাদক মো. সাহাদাত উল্যাহ খান, নির্বাহী সম্পাদক মাকসুদুল হায়দার চৌধুরী ও সহসম্পাদক প্রান্ত পলাশের জামিন আবেদন মঞ্জুর করেন বিচারক।
এর আগে ৯ই অগাস্ট মামলার তদন্তকারী কর্মকর্তা পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান তিন সাংবাদিককে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে বিচারক তা নাকচ করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে নিয়ে ওই গণমাধ্যমটিতে একটি সংবাদ প্রকাশকে কেন্দ্র করে তিন সাংবাদিকের বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে ৮ই আগস্ট দুপুরে রাজধানীর পল্টন থানায় মামলাটি দায়ের করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *