স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে | কুমিল্লায় সেপটিক ট্যাংক থেকে নাছিমা আক্তার (৩০) নামে এক গৃহবধূ ও তার দেড় বছরের শিশু সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার রাত সাড়ে ৭টার দিকে নগরীর হাউজিং এস্টেট এলাকার একটি বাসার সেপটিক ট্যাংক থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আলী হোসেন নামে একজনকে আটক করেছে পুলিশ। তবে ঘটনার পর থেকে নাছিমার স্বামী নাজমুল হাসান পলাতক রয়েছে।
কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, নগরীর হাউজিং এস্টেট এলাকার ব্লক-ডি এর ১নং প্লটের প্যাক্স এগ্রো কেমিক্যাল লিমিটেড নামের একটি ভবন সংলগ্ন সেপটিক ট্যাংক থেকে নাছিমা আক্তার ও তার শিশু ছেলে নাফিজ এর লাশ উদ্ধার করা হয়। কোতয়ালী মডেল থানার ওসি আবদুর রব জানান, ওই গৃহবধূর স্বামী নাজমুল হাসান প্যাক্স এগ্রো কেমিক্যাল লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের কেয়ার টেকার হিসেবে কর্মরত ছিলেন। তবে তার নাম জানা যায়নি। ঘটনার পর থেকে তিনি পলাতক রয়েছেন।