পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা দাউদখালী ইউনিয়নের হারজি নলবুনিয়া গ্রামের এক স্কুল শিক্ষকের স্ত্রী দুই শিশু সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করে আত্মহত্যা করেছে। রোববার সন্ধ্যায় মঠবাড়িয়া থানা পুলিশ মা নাজমুন নাহার লাইজু (২৮) ও দুই কন্যা শিশু মাইশা আক্তার কনা (২) এবং মাহিয়া আক্তার বেবি’র (৮মাস) লাশ উদ্ধার করে। সূত্র জানায়, উপজেলার গুদিঘাটা সরোজিনি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনিরুজ্জামান ফরিদ এর সাথে প্রথম স্ত্রী এক সন্তানের জননী কুলসুম এর ৪ বছর আগে ছাড়াছাড়ি হয়। পরে শিক্ষক ফরিদ ওই স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও ধানীসাফা গ্রামের আব্দুর হক তালুকদারের মেয়ে নাজমুন নাহার লাইজুকে ৩ বছর আগে দ্বিতীয় বিয়ে করেন। বিয়ের দুই বছরের মাথায় দুটি কন্যা সন্তানের জন্ম নেয়। এলাকাবাসী জানান, পর পর দুটি কন্যা সন্তানের জন্ম হওয়ার পর স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য কলহ চলে আসছিল। এ দাম্পত্য কলহের কারনে রোববার বিকেলে ঘরের দরজা বন্ধ করে ওই গৃহবধূ লাইজু দুই সন্তানকে বিষ খাইয়ে হত্যার পর নিজেও বিষপান করে। বিকেল ৪টার দিকে শিক্ষক ফরিদ স্কুল থেকে বাড়িতে এসে দরজা বন্ধ দেখে দরজা ভেঙে ঘরে ঢুকে স্ত্রীকে মেঝেতে পড়ে থাকতে দেখলে স্থানীয় পল্লী চিকিৎসক রিয়াজকে ডেকে আনেন। স্থানীয় পল্লী চিকিৎসক রিয়াজ মিয়া জানান, আমি ঘটনাস্থলে আসার কিছুক্ষনের মধ্যেই গৃহবধূ লাইজু মারা যায়। এ ঘটনার পর স্বামী ফরিদ গা ঢাকা দেয়। গৃহবধূ লাইজুর বাবা আব্দুর রব তালুকদার জানান, আমার মেয়ের দুই সন্তান লালন-পালনে কষ্ট এবং বিভিন্ন বিষয়ে কলহের কারনে গত এক সপ্তাহ আগে মেয়ে-জামাইয়ের সাথে সমঝোতা করে দেই। মঠবাড়িয়া থানা অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করে জানান, ঘটনাটি রহস্যজনক। ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করা হয়েছে।