চার বছর আগে চট্টগ্রামে কুকুর লেলিয়ে ছাদ থেকে ফেলে দিয়ে কলেজছাত্র হিমাদ্রী মজুমদার হিমুকে হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে রায় দিয়েছে আদালত। এ ঘটনায় পাঁচ আসামির সবাইকে মৃত্যুদন্ড দিয়েছে আদালত। আজ চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ নুরুল ইসলাম চাঞ্চল্যকর এ মামলার রায় ঘোষণা করেন। আসামিদের মধ্যে জাহিদুর রহমান শাওন জামিন নিয়ে পলাতক রয়েছেন। অপর আসামী জুনায়েদ আহমেদ রিয়াদ মামলার শুরু থেকেই পলাতক। কারাগারে থাকা রিয়াদের বাবা শাহ সেলিম টিপু, শাহাদাত হোসেন সাজু ও মাহবুব আলী ড্যানি রায়ের সময় কাঠগড়ায় উপস্থিত ছিলেন বলে জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী অনুপম চক্রবর্তী। উল্লেখ্য, ২০১২ সালের ২৭ এপ্রিল নগরীর পাঁচলাইশ এলাকায় শাহ সেলিম টিপুর বাড়ির ছাদ থেকে হিংস্র কুকুর লেলিয়ে ও ধাক্কা দিয়ে ফেলে দেয়া হয় শিক্ষার্থী হিমুকে। আহত অবস্থায় ২৬ দিন চিকিৎসা নেয়ার পর ২৩মে তার মৃত্যু হয়। হিমাদ্রী তখন ‘এ’ লেভেলের শিক্ষার্থী ছিলেন।