বাগেরহাটে আইএস পরিচয়ে হুমকি দিয়ে অসিত কুমার দাস গ্রেফতার

Slider গ্রাম বাংলা

file

 

বাগেরহাটে আইএস পরিচয়ে কলেজ শিক্ষক ও ব্র্যাক ব্যাংক ম্যানেজারকে নিজ হাতে লেখা চিঠি পাঠিয়ে জবাই করে হত্যার হুমকি দেয়া অসিত কুমার দাস (৫২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল ভোররাতে বাগেরহাট শহরের দশানী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত অসিত দশানী এলকার মৃত মনিন্দ্রনাথ ওরফে মনিলাল দাসের ছেলে। বাগেরহাট মডেল থানা পুলিশ জানায়, গত দুই সপ্তাহ আগে আইএস জঙ্গি পরিচয়ে অসিত কুমার দাস মোড়েলগঞ্জের সেলিমাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অরুণ কুমার চক্রবর্তী ও বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক ব্যাংকে সদর উপজেলা ম্যানেজার বিকাশ চন্দ্র মণ্ডলকে ডাকযোগে দু’দফা চিঠি পাঠিয়ে জবাই করে হত্যার হুমকি দেয়। চিঠিতে নিজেকে আইএসসের প্রশিক্ষণপ্রাপ্ত জঙ্গি উল্লেখ করে বলা হয় ‘এক সপ্তাহের মধ্যে ভারত চলে যাও। অন্যথায় ইসলামের মূল আইনের দ্বারা তোমাকে শিরশ্ছেদ করা হবে’। এ ঘটনার পরপরই বাগেরহাট শহরের দশানী এলাকার বাসিন্দা ওই কলেজ শিক্ষক ও ব্র্যাক ব্যাংক ম্যানেজার তাদের কাছে পাঠানো হাতে লেখা চিঠিসহ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন। ওই ডায়েরির সূত্র ধরে পুলিশ শনিবার ভোররাতে অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে এই জঙ্গিকে গ্রেপ্তার করে। বাগেরহাট পুলিশ সুপার পংকজ চন্দ্র রায় বলেন, বাগেরহাটে গত কয়েকদিন ধরে কিছু কলেজ শিক্ষক ও এনজিও কর্মকর্তাসহ সাধারণ মানুষের মধ্যে আইএস পরিচয় দিয়ে আতঙ্ক সৃষ্টি করছিল এই ব্যক্তি। গ্রেপ্তারকৃত এই ব্যক্তি নিজে হাতে লিখে চিঠি পাঠাবার বিষয়টি পুলিশের কাছে স্বীকার করেছে। মোড়েলগঞ্জের সেলিমাবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক অরুণ কুমার চক্রবর্তী বাদী হয়ে মামলা দায়েরের পর দুপুরে আদালতে পাঠানো হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *