বাসা-বাড়িতে রান্নার কাজে আর গ্যাস সংযোগ দেয়া হবে না বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
তিনি বলেছেন, গ্যাস অত্যন্ত মূল্যবান সম্পদ। তাই রান্নার কাজে পাইপ লাইনে আর গ্যাস ব্যবহার চলবে না। এ নিয়ে আন্দোলন চিৎকার করে কোন লাভ হবে না। আজ পেট্রোবাংলা মিলনায়তনে জাতীয় জ্বালানি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অর্থমন্ত্রী বলেন, এখন থেকে সিলিন্ডারে গ্যাস ব্যবহারে আমরা উৎসাহ দিচ্ছি। এলপিজি ব্যবসা মনোপলি হতে দেয়া হবে না। এলএনজি সরকার আমদানি করতে যাচ্ছে। এ গ্যাস শিল্প কারখানায় ব্যবহার করা হবে। এছাড়া গ্যাস অনুসন্ধান ও উত্তোলনেও সরকার জোর দিচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের সচিব নাজিম উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. তৌফিক ই ইলাহী চৌধুরী, বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ, পেট্রোবাংলার চেয়ারম্যান ইশতিয়াক আহমেদ, বিপিসি’র চেয়ারম্যান মাহমুদ রেজা খান আলোচনায় অংশ নেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন হাইডোকার্বন ইউনিটের মহাপরিচালক হারুনুর রশিদ খান।