১৪জন বন্ধুর সঙ্গে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে বেড়াতে এসে ফেরা হলো না বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টারের দুই শিক্ষার্থীর। সাঁতার না জানায় উজান থেকে নেমে আসা পানির তোড়ে শেষ পর্যন্ত মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হলো ওই শিক্ষার্থীর। জানা যায়, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ওই দুই শিক্ষার্থীর স্থায়ী ঠিকানা- মসিউর রহমান সিয়াম (২৫), পিতা মাহবুবুর রহমান, গ্রাম- শেখপাড়া, থানা ও জেলা রাজশাহী। সাঈদ নকিব (২৪), পিতা- নূরুল ইসলাম, গ্রাম- বড় জামালপুর, থানা- সাদুল্যাহপুর, জেলা- গাইবান্ধা। বন্ধুদের সঙ্গে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দিতে বেড়াতে আসেন। বৃহস্পতিবার দুপুর ২টায় উজান থেকে নেমে আসা পানিতে সাঁতার কাটেন। বিকাল ৩টার দিকে অন্য বন্ধুরা ওই দুই শিক্ষার্থীকে খুঁজে না পাওয়ায় তারা নদীতে খোঁজাখুঁজি করেন। পরে স্থানীয়রা দীর্ঘক্ষণ নদীতে খোঁজাখুঁজির পর ঐ দুই শিক্ষার্থীর লাশ উদ্ধার করেন। খবর পেয়ে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ মো. দেলওয়ার হোসেন, এসআই ময়নুল হোসেনকে ঘটনাস্থলে প্রেরণ করেন। এসআই ময়নুল হোসেন ঐ দুই শিক্ষার্থীর লাশ গোয়াইনঘাট থানায় সন্ধ্যা ৭টার দিকে নিয়ে আসেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ দু’টি গোয়াইনঘাট থানায় রাখা ছিল।