লিওনেল মেসিকে আন্তর্জাতিক ফুটবলে ফেরানোর জন্য অনেক চেষ্টা করা হচ্ছে। সর্বশেষ আর্জেন্টিনা ফুটবল দলের নয়া কোচ এদগার্দো বাউজা মেসিকে বুঝানোর জন্য স্পেনে যান। বুধবার মেসির সঙ্গে দেখা করেছেন তিনি। মেসির সঙ্গে আন্তর্জাতিক ফুটবলে ফেরার ব্যাপারে তিনি কথা বলেছেন। কিন্তু মেসি ঠিক কী কথা বলেছেন তা জানাননি তিনি। তবে আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার দিয়েগো ম্যারাডোনা মনে করেন, এই বুঝানোয় কোনো কাজ হবে না। মেসি আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন না বলেই মনে করেন ১৯৮৬ সালের বিশ্বকাপজয়ী এ তারকা। অন্যভাবে তিনি মেসিকে বিদ্ধও করলেন। মেসির দুর্বল নেতৃত্বের কারণে নাকি সর্বশেষ কয়েকটি ফাইনালে আর্জেন্টিনা হেরেছে। আর এই নেতৃত্বের ব্যর্থতার কারণেই মেসি অবসর নিয়েছেন বলে মনে করেন তিনি। ম্যারাডোনা বলেন, ‘আমার মনে হয় বাউজাকে মেসি ‘না’ বলে দিবে। এটা আমার মনে হয়। আমার ধারনা ভুলও হতে পারে।’ মেসির নেতৃত্বে ২০১৪- ব্রাজিল বিশ্বকাপের পর টানা দুই বছর কোপা আমেরিকার ফাইনালে হারে আর্জেন্টিনা। এছাড়া ২০১৮-রাশিয়া বিশ্বকাপের বাছাইপর্বে সর্বশেষ ৬ ম্যাচে মাত্র ৩ জয় পেয়েছে তারা। আর্জেন্টিনার এমন ব্যর্থতার জন্য অধিনায়ক মেসিকেই দুষলেন ম্যারাডোনা। বলেন, ‘আমাদের জন্য খুবই দুঃখজনক খবর। আমাদের রাশিয়া বিশ্বকাপে অংশগ্রহণ শঙ্কায় পড়েছে। নেতৃত্বের কারণেই দলের এই অবস্থা। আমি জীবনে এমন দুর্বল নেতৃত্ব দেখিনি। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) কেন এমন কাজ করলো যাতে মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার-ই শেষ হয়ে গেলো। অধিনায়ক বানানোর জন্য তারচেয়ে (মেসি) বয়স্ক ও সাবলীল আর কাউকে কি তারা পায়নি?’ সুযোগ পেলেও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সমালোচনা করেন ম্যারাডোনা। দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনকে প্রায় তিনি ‘মাফিয়া’ বলে অভিহিত করেন।