রাজধানীর কল্যাণপুরের টেকনিক্যাল মোড় থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) পাঁচ সদস্যকে আটক করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয় বলে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এর পক্ষ থেকে জানানো হয়েছে। আজ শুক্রবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে পাঠানো মুঠোফোনের খুদে বার্তায় এ তথ্য জানানো হয়। মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) মো. ইউসুফ আলী গণমাধ্যমকে জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট বৃহস্পতিবার গভীর রাতে টেকনিক্যাল মোড় এলাকা থেকে তাদের আটক করে। আটকদের নাম জানাতে না পারলেও ইউসুফ আলী বলেছেন, তারা সবাই নিও জেএমবির সদস্য। ২০০৫ সালের ২১ ফেব্রুয়ারি সরকার জেএমবির কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করলে ওই বছর ১৭ অগাস্ট ৬৩ জেলায় একযোগে বোমা ফাটিয়ে নিজেদের শক্তির জানান দেয় সংগঠনটি। পরে আইনশৃঙ্খলা বাহিনীর টানা অভিযানে দলটি দুর্বল হয়ে গেলেও গত দুই বছরে তারা নতুন করে সংগঠিত হয়ে একের পর এক হত্যা-হামলা চালাচ্ছে বলে পুলিশের ভাষ্য।