প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জঙ্গিরা কুরআনের বাণীকে অস্বীকার করছে। তিনি কুরআনোর বিভিন্ন আয়াত ও হাদীস উল্লেখ করে বলেন সন্ত্রাস ও দুর্যোগ সৃষ্টিকারীদেরকে আল্লাহ পছন্দ করেন না। অথচ জঙ্গিরা সন্ত্রাস ও দুযোগ সৃষ্টি করে, মানুষ হত্যা করে জান্নাতে যেতে চায়। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনিস্টিটিউটে অনুষ্ঠিত সন্ত্রাস ও জঙ্গিবাদ মোকাবিলায় করণীয় বিষয়ে ওলামা-মাশায়েখদের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। লক্ষাধিক আলেমের ঐক্যবদ্ধভাবে দেয়া ফতোয়াকে সময়োপযোগী ও মহৎ কাজ উল্লেখ করে তিনি আলেমদেরকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তিনি দেশের মানুষকে জঙ্গিবাদের বিরুদ্ধে সচেতন করতে আলেমদের সক্রিয় ভূমিকা অব্যহত রাখার আহ্বান জানান। প্রধানমন্ত্রী মাদ্রাসা শিক্ষার সংস্কারের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আমরা ক্বওমী মাদ্রাসার বিষয়ে সরকার উদ্যোগ নিচ্ছে। তিনি ইসলামের ক্রান্তিকালে ক্বওমী মাদ্রার বিভিন্ন মতের আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার আশা ব্যাক্ত করেন। তিনি বলেন, তারা নিজেরা শিক্ষা কারিকুলামটা ঠিক করে দিলেই ভাল হয়। আমরা ইতিমধ্যেই আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। সেখান থেকে ক্বওমী মাদ্রাসার শিক্ষার্থীরা ডিগ্রি নিয়ে ভাল কর্মসংস্থানের সুযোগ পেতে পারে। তিনি ইসলাম বিকাশের লক্ষে সরকারের বিভিন্ন উদ্যোগও ব্যাখ্যা করেন। প্রধানমন্ত্রী ঘোষণা করেন, আমরা প্রতি উপজেলায় একটা মসজিদ ও একটি ইসলামিক সংস্কৃতিক কেন্দ্র গড়ে তুলতে চাই। এ ক্ষেত্রে সৌদি বাদশাহ সহযোগিতা করবেন বলে জানিয়েছেন বলেও তিনি সুসংবাদ দেন। তিনি বলেন, আমাদের ধর্মকে আমরা মানবতার কাজে নিয়ে যাব। কারণ, এটা মানবতার ধর্ম। আজকে সামান্য কয়েকটা লোকের জন্য আমাদের পবিত্র ধর্ম হেয় প্রতিপন্ন হবে এটা কাম্য নয়। আমরা ইসলামকে সমৃদ্ধশালী করে এর মূল বাণীটা পৌঁছে দিতে চাই।