ইসলামি সন্দেহভাজন জঙ্গিদের খোঁজে জার্মানিতে অভিযান চালিয়েছে পুলিশ। তারা নর্থ রাইন-ওয়েস্টফালিয়াতে আজ বুধবার বেশ কয়েকটি এলাকায় এ অভিযান চালিয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ডুইসবার্গ ও ডর্টমুন্ড সহ বেশ কয়েকটি শহরে সন্দেহভাজনদের লক্ষ্য করে ঘেরাও করে তল্লাশি চালানো হয়েছে। তাদের লক্ষ্য ছিল, টার্গেট করা কিছু ধর্মপ্রচারক। জার্মান পুলিশের সন্দেহ তারা সিরিয়া ও ইরাক যুদ্ধে যুবকদের দলে টানার চেষ্টা করছে। উল্লেখ্য, জুলাইয়ের সন্ত্রাসী হামলার পর জার্মানি রয়েছে উচ্চ সতর্কতায়। ওই হামলায় কমপক্ষে ১৫ জন নিহত হয়। নিহত দুই হামলাকারী পাকিস্তানি না হয় আফগানিস্তানের। ইসলামপন্থি উগ্রবাদের সঙ্গে তাদের সম্পর্ক আছে। ওদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার থেকে নতুন নিরাপত্তামুলক পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে দ্রুততার সঙ্গে অবৈধ বা অপরাধে জড়িতদের দেশে ফেরত পাঠানো।