রাতুল মন্ডল, শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছিন গাজীপুরের শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে বুধবার বেলা ১১টা থেকে শ্রীপুর উপজেলা পরিষদ চত্বরে ও ডি.বি রোডে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জমিয়াতুল মোদার্রেছিনের মহাসচিব শাব্বির আহম্মেদ মোমতাজীর নিজ উপজেলায় সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সময় নির্ধারণ করা হলেও নির্ধারিত সময়ের আগেই উপজেলার দাখিল, আলিম, ফাজিল ও কামিল মাদরাসার ব্যানারসহ গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে মাদরাসার শিক্ষক/শিক্ষিকা, কর্মচারীরা ও ছাত্ররা স্বত:স্ফূর্তভাবে জঙ্গীবিরোধী মানববন্ধনে অংশগ্রহন করে। নেতৃত্ব দেন উপজেলা জমিয়াতুল মোদার্রেছিনের সভাপতি মাওলানা মানছুরুল আলম ও সেক্রেটারী মফিজুল আলম। মানববন্ধন শেষে সংক্ষিপ্ত এক জঙ্গীবিরোধী সভায় বক্তব্য রাখেন- উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল আউয়াল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো: রফিকুল ইসলাম মন্ডল বুলবুল, সহকারী কমিশনার (ভূমি) মাসুম রেজা, কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যক্ষ আলহাজ্ব ফারুক আহমেদ মোমতাজী, ভাংনাহাটি রহমানিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, জেলা জমিয়াতুল মুদার্রেছিনের সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা জহিরুল ইসলাম, অধ্যক্ষ আলহাজ্ব আব্দুর রাজ্জাক জিহাদী, আব্দুল মতিন, মাওলানা মহিউদ্দিন, মাওলানা আফতাব উদ্দিন আহম্মেদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আব্দুল খালেক, মাওলানা আব্দুস সাহিদসহ বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার, শিক্ষকমন্ডলী ও কর্মচারীবৃন্দ অংশ নেন।